হংকং ও সিঙ্গাপুরে নারী কর্মী প্রেরনের বিজ্ঞপ্তি
এতদ্বারা ৩নং হোসেনগাঁও ইউনিয়নের সর্ব সাধাররনর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হংকং ও সিঙ্গাপুর নারী কর্মী প্রেরনের অংশ হিসেবে ৩নং হোসেনগাঁও ইউনিয়নের অনলাইন কর্মী নিবন্ধন আগামী ৭-১১ই এপ্রিল সকাল ৯.০০-বিকাল ৫.০০টা পর্যন্ত পুরাতন ইউ.পি কার্যালয়ে অনুষ্ঠিত হইবে। নিবন্ধনের জন্য কর্মীকে উক্ত সময়ে পরিশদ কার্যালয়ের সামনে লাইনে দাড়াতে হবে।
মহিলা কর্মী হিসেবে বিদেশ গমণের জন্য রেজিস্ট্রেশনে আগ্রহী প্রার্থদের নিমেণক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে:
১। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে,
২। বয়স সীমা ২৫-৪৫ বছর এর মধ্যে হতে হবে,
৩। আগ্রহী প্রার্থীদের স্মার্ট হতে হবে,
৪। দশম শ্রেণী/ এস.এম.সি পাশদেরকে আগ্রাধিকার দেয়া হবে,
৫। চাইনিজ ভাষা ষিক্ষায় দুই মাসের প্রশিক্ষণ নিতে হবে,
৬। গৃহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে,
৭। নিবন্ধন সম্পন্য হইলে ফি বাবদ ১০০/= টাকা প্রদান করিতে হইবে।
প্রচারে
চেয়ারম্যান
৩নং হোসেনগাঁও ইউপি,
রানীশংকৈল, ঠাকুরগাঁও।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস