স্থানীয় সরকার (ইউনিয়ন পুরষদ) আধ্যাদেশ,১৯৮৩ এর ৩০,৩১,৩২ ও৩৩ ধারায় ইউনিয়ন পরিষদ কার্যাবলী উল্রেখ রয়েছে। এ কার্যাবলী মূলত ঃ পাঁচভাগে বিভক্ত যথাঃ (১) পৌর কার্যাবলী (২) পুলিশ ো নিরাপত্তা, (৩) রাজস্ব ো প্রশাসন, (৪) উন্নয়ন ো দরিদ্র দূরীকরণ এবং (৫) বিচার । উপরোক্ত র্কর্যাবলী ম্নে আলোচল করা হলোঃ
১। পৌর কার্যাবলীঃ
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ, ১৯৮৩ এর ৩০ ধারায়রে। পৌর কার্যাবলী বর্ণনা করা হয়েছে। পৌর কার্যাবলী ২ ভাগে বিভক্ত- বাধ্যতামূলক এবং ঐচ্ছিক। তবে বাধ্যতামূলক ও ঐচ্ছিক কার্যাবলী ছাড়াও সরকার সকল বা নির্দিষ্ট কোন ইউনিয়ন পরিষদকে পৃথক কোন দায়িত্ব পালনের নির্দেশ দিতে পা
এছাড়া প্রচলিত অন্য কোন আইনের মাধ্যমে সরকার ইউনিয়ন পরিষদতক দায়িত্ব দিতে পারে। ইউনিয়ন পরিদকে ১০টি বাধ্যতামূলক এবং ৩৮টি ঐচ্ছিক দায়িত্বাবলী দেয়া হয়েছে।
বাধ্যতামূলক কার্যাবলীঃ